জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভায় অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে আহত বহু চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকা। পুলিশ মহিলাদের উপর হাত তুলেছে বলে অভিযোগ। ভেবেছিল শেষ বিধানসভা অধিবেশনে চাকরির সুরাহা হবে নিজেদের।
। কিন্তু হল উল্টোটা , চাকরির বদলে লাঠিপেটা খেল পুলিশের। পুলিশ বিধানসভা অভিযানকারীদের থামাতে ছুড়তে হয়েছে কাঁদানে গ্যাস। জলকামান এবং শেষ পর্যন্ত অভিযানকারীদের দমাতে পুরুষ-মহিলা নির্বিশেষে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। পুলিশ লাঠিচার্জ বেশ কয়েকজন মহিলা সহ আহত হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা। আন্দোলনকারীদের বক্তব্য গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। সরকারপক্ষের মন্ত্রী বিধায়করা হিমঘরে বসে পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে পুরুষ-মহিলা শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে। তবে এখানেই তাদের আন্দোলন শেষ নয় বলে হুমকি দিয়েছেন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। তাদের বক্তব্য আগে থেকে সতর্ক না থাকলে অনেকের মৃত্যুও হতে পারতো এই আন্দোলনে। প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে। গণতান্ত্রিক আন্দোলনে এইভাবে পুলিশ লেলিয়ে দিয়ে সরকারপক্ষ সাধারণ জনগণকে কি বুঝাতে চাইছে এনিয়েও প্রশ্ন তুলেছে চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। আশ্চর্যের বিষয় পুলিশের বীর বাহাদুররা ৫–৭ জন মিলে একজন শিক্ষকের উপর হামলে পড়েছে। পুলিশ টিএসআর যৌথভাবে অসহায় শিক্ষকদের লাঠিপেটা করেছে |শিক্ষকরা উপায়ান্তর না দেখে রীতিমতো অভিশাপ দিচ্ছে পুলিশকর্মীদের। বলছে শিক্ষকদের উপর লাঠিপেটা করে ভবিষ্যৎ ভালো যাবে না তাদের। শুধু আর্তনাদ এ কি করল পুলিশ। পুলিশের এই নির্মম অত্যাচারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা।তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত চাকরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে তারা। সরকারের কোন প্রতিরোধের কাছেই হার মানবেনা ১০৩২৩।
রাজ্য
শিক্ষকদের উপর লাঠিচার্জ আহত বহু, বে নজির ঘটনা রাজ্যে রেহাই পায়নি মহিলারাও তীব্র ক্ষোভ প্রকাশ
- by janatar kalam
- 2022-09-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this