জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উৎসবের দিনগুলিতে আগরতলা শহরের নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে উৎসব উপভোগ করতে পারে, তার জন্য চলছে এখন পুর নিগমের উদ্যোগে নানা কর্মসূচি। শহরে আলোকসজ্জা থেকে শুরু করে রাস্তাঘাট সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রামনগর ৪ নং রাস্তা সংস্কারসহ জল নিষ্কাশনিক ব্যবস্থা খতিয়ে দেখে তিনি দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারকে।আগরতলা রামনগর ৪ নং রোডের ব্যস্ততম রাস্তাটি। গত কয়েক বছর ধরে এই রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার পাশে থাকা গুরুত্বপূর্ণ ড্রেনের পাকা নির্মাণ কাজ বিগত সরকারের আমল থেকেই শুরু হয়েছিল। যে কাজ এখনো অসমাপ্ত। কচ্ছপ গতিতে জল নিষ্কাশন ব্যবস্থার কাজ চলতে থাকার দোহাই দিয়ে, রাস্তা সংস্কারের কাজ স্তব্ধ করে রাখা হয়। যার খেসারত প্রতিনিয়ত দিতে হয় পথ চলতি সাধারণ নাগরিকদের। অবশেষে শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে এই রাস্তা সংস্কারের কাজে হাত দিল পুর নিগম। এতে খানিকটা হলেও খুশি ভুক্তভোগী জনগণ। সোমবার পাকা ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এদিন দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারদের নির্দেশ দেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান গুরুত্বপূর্ণ এই ড্রেনের কাজ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকটা ব্যাহত হয়েছে। খুব দ্রুত যাতে কাজ শেষ করা হয় তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের।
রাজ্য
পূজার আগে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন মেয়র
- by janatar kalam
- 2022-09-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this