2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যের মানুষের সমস্ত উন্নয়নের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন,পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের অন্ত্যোদয় অর্থাৎ সমাজের প্রান্তিক মানুষটির উত্থানের পথ দেখিয়েছেন। সমাজের শেষ প্রান্তে অবস্থানকারী অধিকাংশ ব্যক্তির কাছে সমাজের সুফল যাতে পৌঁছায় সে কাজ করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়৷ অসময়ে তাঁর মৃত্যু হলেও তাঁর জীবনের সময়কালে সমগ্র বিশ্বের সামনে তিনি এক নতুন মতবাদ রেখে গিয়েছেন৷ পুঁজিবাদ, সমাজবাদ থেকে মানুষ যখন ঘুরে দাঁড়াতে চেয়েছিল তখনই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবাসীকে এক নতুন পথ দেখিয়েছিলেন। সেটা হচ্ছে একাত্ম মানবতাবাদ৷ তাঁর দেখানো পথেই সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে তাঁদের সমস্ত উন্নয়নের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ভারতবর্ষের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস এই সব স্লোগানগুলি একাত্ম মানবতাবাদকে আদর্শ করেই তৈরি করা হয়েছে৷ আজ এই মহান পুরুষের ১০৬তম জন্মদিবসে তাঁর একাত্ম মানবতাবাদ দর্শনকে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।প্রতিটি ব্যক্তির কাছে যখন এই আদর্শ পৌঁছে যাবে তখন সর্বশ্রেষ্ঠ ভারত এবং সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সফলভাবে বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস॥

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service