2024-12-18
agartala,tripura
রাজ্য

BMS -র অ-নৈতিক চাঁদা আদায়কে কেন্দ্র করে পুলিশ ও BMS -র মধ্যে ধুন্দুমার কান্ড

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- শনিবার রাতে চাঁদা আদায় সংক্রান্ত বিষয়ক কেন্দ্র করে আইন রক্ষাকারী পুলিশ ও সংগঠন BMS -র ট্রাক চালকদের মধ্যে বচসা বাঁধে । উল্লেখ্য, শারদীয়া দুর্গোৎসবের চাঁদা আদায়কে কেন্দ্র করে পুলিশ এবং BMS সংগঠনের ট্রাক চালকের মধ্যে মতানৈক্যের কারণেই আচমকা ধুন্দুমার কান্ড ঘটে । অবশেষে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে BMS সংগঠনের ট্রাক চালকেরা । ঘটনা গতকাল শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের প্রানকেন্দ্র রেড সাইন ক্লাব সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, আসন্ন শারদীয়ার দুর্গোৎসব উপলক্ষে BMS সংগঠন পরিচালিত ট্রাক চালকেরা বহিঃরাজ্যের দূর পাল্লার পণ্যবাহী লড়ি গুলি থেকে চাঁদা আদায় করে । কিছুটা সময় চাঁদা আদায় চললেও হঠাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা এসে গভীর রাতে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায় কেন্দ্রে এসে সেই চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে হঠাৎ অ-নৈতিক চাঁদা আদায় ও আইন ভঙ্গের জন্য ৪ যুবক’কে আটক করে তুলে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায় । আর এতেই নিমেষে পুলিশ ও BMS সংগঠনের মধ্যে বাঁধে চরম সংঘর্ষ । আচমকা ভারতীয় মজদুর সংঘের ৪ জনকে থানায় তুলে নেওয়ার প্রতিবাদে তথাকথিত সংগঠনের অন্যান্য চালকেরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে । দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধে রাস্তার দু-পাশে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি । পরবর্তীতে এরই প্রতিবাদে BMS সংগঠন পরিচালিত অন্যান্য সকল ট্রাক চালকেরা জড়ো হয়ে উশৃঙ্খল মেজাজে থানাতে ছুটে যায় এবং আটককৃত ৪ জনকে ছেড়ে দেওয়ার জন্য থানা ঘেরাও করে বসে । পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত । সঙ্গে সঙ্গেই সড়ক অবরোধ সহ উত্তপ্ত ঘটনার খবর পেয়ে তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া । দীর্ঘক্ষণ মহকুমা পুলিশ আধিকারিক ও অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলে ও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার OC সুব্রত চক্রবর্তী আটককৃত ৪ জন যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় । পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন— ভারতীয় মজদুর সংগঠন হউক আর ক্লাব যাই হউক আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে চাঁদা আদায় মূলতঃ আইনত দন্দনীয় হিসেবেই বিবেচ্য । যা বিভিন্ন ক্লাব ও সংস্থা গুলিকে পূর্বেই জানানো হয়েছিল । এমন কি সাধারণ মানুষের উপর চাঁদার জুলুম করাও এক প্রকার নিষিদ্ধ । যদি আগামী দিনে এই রকম জোর জুলুম সংক্রান্ত কোন ধরনের অভিযোগ আসে তাহলে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা সঙ্গে সঙ্গেই আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে” ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service