জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি তথা রিপস্যাট, এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার পাশে থাকবে। রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্য শূন্য পদগুলি পূরণে সহসাই ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
রাজধানী আগরতলা অভয়নগর স্থিত রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মেসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু, দপ্তরের আধিকারিক শুভাশিস দেববর্মা, ডক্টর চিন্ময় বিশ্বাস সহ আরো অনেকে। বিশ্ব ফার্মাসিস্টস দিবসের অংশ হিসেবে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিপুরা ছাড়াও বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে আসে। যা খুবই প্রশংসনীয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার পাশে থাকবে। রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্যশূন্য পদ গুলি পূরণে সহশাই ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে এদিন মুখ্যমন্ত্রী আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি কামনা করেন।
রাজ্য
রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্যশূন্য পদ গুলি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
- by janatar kalam
- 2022-09-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this