2024-12-19
agartala,tripura
রাজ্য

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ এবং চিন্তাধারা আমাদেরকে রাষ্ট্র সেবায় সর্বদা অনুপ্রাণিত করে চলেছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৫ সেপ্টেম্বর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অগ্রদূতের
জন্ম জয়ন্তী প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে আসছে ভারতীয় জনতা পার্টি। এবারও তার ব্যতিক্রম নয়। দেশের বিভিন্ন রাজ্যের সাথে রবিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে দলীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত পণ্ডিত দীনদয়াল এর ১০৭ তম জন্মদিন। এদিন সকালে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টির প্রদেশ কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, দলের রাজ্য প্রভারী সাংসদ বি এল সন্তোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি, রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, পন্ডিত দীনদয়াল এর আদর্শ নিয়ে ই চলছে এখন কাজ। মানুষকে মুক্তির যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথকেই পাথেয় করে কেন্দ্র ও রাজ্য সরকার চলছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service