2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহালয়ায় লক্ষীনারায়ণ বাড়ি দিঘিতে প্রচুর সংখ্যক মানুষের পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রবিবার পবিত্র মহালয়া। আশ্বিনের শুরুতে শারদীয়ার দুর্গোৎসবের আগে দুর্গা দুর্গতিনাশিনীকে আবহবোনের মাধ্যমে পূজার প্রস্তুতির‌ অঙ্গ হিসেবে এই মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। পিতৃপক্ষের সমাপ্তির আগে পক্ষ কালব্যাপী পিতৃতর্পণ শেষ হলো এদিন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো মাতৃ পক্ষ। মায়ের আগমনের সুরের মাধুর্য তৃপ্ত হয় বাঙালির মন প্রাণ হৃদয়। ৮ থেকে ৮০ অনাবিল আনন্দে মাতোয়ারা সবাই। মায়ের আগমনে সেজেছে প্রকৃতি। রবিবার সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় মাতৃ আরাধনা। প্রথা অনুযায়ী মহালয়ার সাত দিন পরেই দেবী দুর্গা মরতে আসেন। এদিন দেবী দুর্গা তার চার সন্তানকে নিয়ে স্বামী দেবাদীদেব মহাদেব গৃহ কৈলাস থেকে মরতে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিন ধর্মপ্রাণ হিন্দু অংশের মানুষ তাদের মৃত পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। শাস্ত্রমতে মহালয়ার পূণ্য তিথিতে মৃত পূর্ব পুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মার শান্তি লাভ করেন। এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিগত দিনের মতো এবার রাজধানী আগরতলা লক্ষীনারায়ণ বাড়ি দিঘিতে প্রচুর সংখ্যক মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল দান করেন। এদিন তর্পণকারীরা দিঘির কোমর পরিমাণ জলে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা তিলসহ অন্য সামগ্রী দিয়ে পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনা করেন। আর এই তিল দান কর্মসূচিকে ঘিরে এদিন লক্ষীনারায়ন বাড়ি দিঘিতে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service