জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্দোলন বিশ্বাস করে না বিজেপি জোট সরকার। দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয়না। সরকার আগে থেকেই চাহিদা পূরণ করতে চায়।বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। প্রিভেনশন ইজ দি বেটার দেন কিউর , অর্থাৎ চিকিৎসার আগে রোগ প্রতিরোধ করাই ভালো। এই নীতিতেই বিশ্বাস করে রাজ্য সরকার। তাই এই সরকারের আমলে কোন কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হয়না। আন্দোলনের আগেই সরকার প্রত্যেকে দাবি-দাওয়া মিটিয়ে দিতে চায়।আগেকার সরকার শ্রমিকদের নিয়ে শুধু দাবি আন্দোলন ইত্যাদি করেই গেছে। অথচ শ্রমিকদের জন্য কোন চিন্তাভাবনা করে নি। বর্তমান সরকার প্রত্যেকের দাবি-দাওয়া নিয়ে অত্যন্ত সহানুভূতির সঙ্গে তা পূরণ করার চেষ্টা করছে। তার প্রতিফলন ইতিমধ্যেই রাজ্যে প্রস্ফুটিত হয়ে উঠেছে। শনিবার ত্রিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন অতীতকাল থেকেই সাংবাদিকরা আক্রমণের শিকার হয়ে আসছে। আগামী দিন আরও ভয়াবহ। তার জন্য সতর্ক থাকতে হবে সাংবাদিকদের।মুখ্যমন্ত্রী বলেন, আমি বলছিনা হেলমেট পড়ে সাংবাদিকতা করতে হবে।তবে সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে সাংবাদিকদের। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার , ত্রিপুরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে, সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা।
রাজ্য
প্রিভেনশন ইজ দি বেটার দেন কিউর সতর্ক থাকতে হবে সাংবাদিকদের মন্তব্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার
- by janatar kalam
- 2022-09-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this