2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গভীর জঙ্গলে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা বিলোনিয়া প্রতিনিধি :- উদ্ধার হল ৪৭ বছর বয়সী নিখোঁজ সবিতা দেবনাথের পচাগলা মৃতদেহ। সনাক্ত করেছে মৃতার পুত্রবধূ। চাঞ্চল্য এলাকায়। বিলোনিয়া থানাধীন বরজ কলোনি এলাকায় সিএমও অফিসের সামনে গভীর জঙ্গলে এক মহিলার পচা গলা মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ ডগ স্কোয়ার্ড এবং ফরেনসিক দলকে নিয়ে এসেছে। উল্লেখ্য গত ১৯ তারিখ সন্ধ্যায় এই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল সবিতা দেবনাথ (৪৭) নামে এক মহিলা। এই মহিলার বাড়ির পেছনের দিকে গভীর জঙ্গলে মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময়ে শাড়ি দেখে এটা সবিতা দেবনাথ এর মৃতদেহ বলে সনাক্ত করে তারই পুত্রবধূ। এদিকে এই ঘটনায় গভীর মর্মাহত এলাকার মহিলারা। তারা ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তদের বের করে উপযুক্ত শাস্তি বিধানের দাবি করেছে। বিশেষ করে ফাঁসিতে ঝোলানোর জন্য দাবি জানায়।লাগছে। প্রত্যক্ষদর্শী এক মহিলা জানায় মৃতদেহটি উলঙ্গ অবস্থায় উপুর করে পরে রয়েছিল। গরু চড়াতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করে মহিলা হতবাক হয়ে পড়ে। পরে অন্যান্যরা ছুটে গিয়ে পুলিশকে খবর দিয়েছে।প্রসঙ্গত গত নয় মাসে বিলোনিয়া থেকে প্রায় 50 জন মহিলা এইভাবে নিখোঁজ হয়েছে বলে বিলোনিয়া থানার তথ্য অনুসারে জানা যায়।এদিকে বিলোনিয়া মহকুমাশাসক অফিস থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় গুজবে কান না দেওয়ার জন্য। প্রশাসনিক এই বালখিল্যতায় রীতিমতো হতবাক হয়ে পড়েছে সাধারণ মানুষ।পুলিশ ও বীর বাহাদুরের মত গুজব ছড়াচ্ছে বলে সবকিছু উড়িয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। ৫০ জন মহিলা নিখোঁজ হয়ে যাওয়ার পরও পুলিশ জনতাকে সতর্ক করছে গুজবে কান না দেওয়ার। রাজ্য পুলিশের এই তাবেদারীতে ক্ষুব্দ বিলোনিয়া মহাকুমার বুদ্ধিজীবী অংশের মানুষ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service