জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিপ্লব যুগের অবসানে শেষ পর্যন্ত সরকারি আবাস পেয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। কি কারনে এতদিন সরকারি আবাস পায়নি একজন লোকসভার সাংসদ এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে অনেকে। সাংসদ রেবতী ত্রিপুরাও এতদিন প্রকাশ্যে মুখ খোলেনি।যদিও অতি ঘনিষ্ঠ দু একজনের কাছে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু অভিযোগ তুলেনি কারো উপর।দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করে নিরবে সহ্য করে নিয়েছিল বঞ্চনাকে। নিন্দুকেরা বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর অনীহার কারণে এতদিন ভাড়া বাড়িতে থাকতে হয়েছে সাংসদ রেবতী ত্রিপুরাকে। শেষ পর্যন্ত বিজেপি আইপিএফটি জোট সরকারের সাড়ে চার বছরের মাথায় কেন্দ্রীয় হস্তক্ষেপে বিপ্লব যুগের অবসান ঘটিয়ে মানিক যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তন ঘটতে চলেছে রাজ্য রাজনীতি। যারা এতদিন বঞ্চনার শিকার হয়ে আসছিল তাদেরকে সুযোগ সুবিধা প্রদানে সচেষ্ট হয়েছে নয়া মুখ্যমন্ত্রী। তার উজ্জ্বল দৃষ্টান্ত সাংসদ রেবতী ত্রিপুরার সরকারি আবাসে প্রবেশ। রীতিমতো ধর্মীয় আচার অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পালন করে গৃহে প্রবেশ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। একই দিনে দল ত্যাগ করলেন করবুকের বিধায়ক বুৰ্বো মোহন ত্রিপুরা। সেও বঞ্চনার আরেক দৃষ্টান্ত।
রাজ্য
বিপ্লব যুগের অবসানে শেষ পর্যন্ত সরকারি আবাসে প্রবেশ রেবতী ত্রিপুরার
- by janatar kalam
- 2022-09-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this