2024-12-20
agartala,tripura
রাজ্য

রাজ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার : রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 শে রাজ্য বিধানসভা নির্বাচন , এবং 2024 লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার জোর দাবি প্রদেশ বিজেপি রাজ্য প্রভারি তথা সাংসদ ড: মহেশ শর্মার। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠক পৌরোহিত্য করেছেন বিজেপি রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা, উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র ড: সম্বিত পাত্র। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য কেন্দ্রীয় দুই নেতাকে সম্বর্ধনা জানান।মূলত 20 23 বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service