জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যসভার পাশাপাশি 2023 বিধানসভা নির্বাচনে দ্বিগুণ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি।রাজ্যসভার উপনির্বাচনে নিজের ভোটদান পর্ব শেষ করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার চারটি আসনের নির্বাচনের সঙ্গে ত্রিপুরার একটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। একে একে ভোটদান পর্ব সমাপ্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , রাজ্যসভার প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিরোধী দলনেতা মানিক সরকার , রাজ্যসভার সিপিআইএম প্রার্থী ভানুলাল সাহা , রাজ্য বিধানসভার মহিলা সদস্যরা ও আইপিএফটি দলের এনসি দেববর্মা , মেবার কুমার জমাতিয়া প্রমূখ। এদিন ভোটদান পর্ব শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন , সব নির্বাচন বিজেপি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রাজ্যসভার নির্বাচন সহ 2023 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি জোট।এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আরও বলেন, আমি দৃঢ় আশাবাদী আইপিএফটি সহ শাসকদলের সমস্ত বিধায়করা স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করাবে। রাজ্যসভার উপনির্বাচনে নিজের ভোটদান পর্ব শেষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন , গত 52 মাসে এই প্রথম রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি। বিরোধী দলনেতা এদিন শাসক দলের উপর তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন , বর্তমান সরকারটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপর , ছাপ্পা ভোটের জয়ী হয়ে আসতে হচ্ছে রাজ্য বিধানসভা , হরণ করছে মানুষের গণতান্ত্রিক অধিকার। রাজ্যসভার উপ নির্বাচনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন নিজের ভোটদান পর্ব শেষ করে , স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মানুষ গত সাড়ে চার বছরে বুঝে গেছে ডেভলপমেন্ট কাজ কাকে বলে।ত্রিপুরার বিকাশের জন্য কাজ করে চলছে বর্তমান রাজ্য সরকার। সামনের দিকে মানুষ আরো বুঝতে পারবে উন্নয়ন কাকে বলে।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এদিন বিপ্লব কুমার দেব ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , গৃহ মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।বলেন, কেন্দ্র আমাকে যখন যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব তন মন দিয়ে রূপায়িত করব। রাজ্যসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে এদিন আঁটোসাঁটো নিরাপত্তা বলয় রাখা হয়েছে বিধানসভার লবিতে। শাসক-বিরোধী শরিক দল সহ প্রত্যেক বিধায়করা স্বতঃপ্রণোদিত ভাবে ভোটদান পর্ব সম্পন্ন করেছে। ভোটদান থেকে বিরত রয়েছেন কংগ্রেসের একমাত্র বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন এর অভিযোগ বিরোধী শাসক কোন দলের প্রার্থীই তার কাছে ভোট চায়নি। তার জন্য ভোটদান থেকে বিরত রইলেন সুদীপ রায় বর্মন।সারা দেশের সাথে রাজ্যের একটি আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।নির্বিঘ্নে ভোট দান পর্ব শেষ করে সন্তোষ ব্যক্ত করেছেন সব দলের নেতারা।
রাজ্য
নির্বিঘ্নে শেষ হল রাজ্যসভার ভোট নিজের ভোটাধিকার থেকে বিরত সুদীপ রায় বর্মন ভোট দিলেন মেবার
- by janatar kalam
- 2022-09-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this