2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদর্শনী থেকে ১০০০ টাকার পণ্য সামগ্রী কেনাকাটার উপর থাকবে লাকি ড্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সামনেই শারদীয়া দুর্গাপূজো। আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সর্বত্রই যেন চলছে এখন জোরদার তৎপরতা। এক্ষেত্রে পিছিয়ে নেই বিভিন্ন সংস্থাও। উৎসব প্রেমী সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে এম ডিস দিবস আগরতলা এগিয়ে চলো সংঘে আয়োজন করে বিভিন্ন উৎপাদিত সামগ্রীর তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রদর্শনে। সেখানে শিশু ও মহিলাদের বস্ত্র ও বিভিন্ন সামগ্রীর সম্ভার থাকবে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী তাদের সামগ্রী সেখান থেকে ক্রয় করার সুযোগ পাবেন। এই প্রদর্শনী চলবে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদর্শনীর আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার মন্দাকান্তা ধর। শ্রীমতি ধর এদিন আরও জানান, প্রদর্শনী থেকে ১০০০ টাকার পণ্য সামগ্রী কেনাকাটার উপর থাকবে লাকি ড্র। এছাড়াও রয়েছে ফ্রিতে ফুচকা। মূলত মহিলাদের সাবলম্বী করে তোলার লক্ষ্যেই এধরনের উদ্যোগ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service