2024-12-16
agartala,tripura
রাজ্য

স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের সম্পূর্ণ সহায়তা করবে কেন্দ্র ড: মানিক সাহাকে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের স্বাস্থ্য পরিসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং প্রতিটি হাসপাতালে উন্নত পরিষেবা দেওয়ার পরিকল্পনায় মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মন্সুখ মান্দভীয়ার সাথে সৌজন্য সাক্ষাতকার করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সাধন এবং নতুন স্বাস্থ্য পরিকাঠামো স্থাপন সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো স্থাপনসহ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service