2024-12-19
agartala,tripura
রাজ্য

ধ্বসে সর্বস্বান্ত এক জমিয়া পরিবার সরকারি সাহায্যের কাতর আবেদন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাটি ধ্বসে সর্বস্বান্ত এক জুমিয়া পরিবার।সরকারের কাছে জানিয়েছে সাহায্যের আরজি।মাটি ধ্বসে পড়ে এক জুমিয়া’র বসত ঘর সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়। অল্পেতে প্রাণে বাঁচে জুমিয়া সহ তার পরিবার। ঘটনা মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন তুইকর্মা এ.ডি.সি ভিলেজ এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা পেশায় জুমিয়া হানি দেববর্মা সহ স্ত্রী সন্তান মিলে তিন জনের পরিবার। রবিবার রাতে অন্যান্য দিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমোতে চলে যায়। কিন্তু, শেষ রাতের মুষলধারা বৃষ্টিতে মাটি ধ্বসে পড়ে হানি দেববর্মার একটি মাত্র বসত ঘরে। এই সময় হতচকিয়ে ঘুম ভেঙ্গে উঠে কোন ক্রমে প্রাণ রক্ষা করে হানি দেববর্মা সহ তার পরিবারের লোকজন। পেশায় জুমিয়া হানি দেববর্মার একটি মাত্র বসত ঘর ভেঙ্গে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়েছে সে। নষ্ট হয়ে যায় বসত ঘরে থাকা সব আসবাবপত্র।বর্তমানে হানি দেববর্মা সহ তার পরিবারের লোকজন চাইছে,, প্রশাসন যেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service