2024-12-18
agartala,tripura
রাজ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী চলবে সেবা : প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক…শনিবার সকালে তিনি আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন আই এম হাউসে অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন…এছাড়া তিনি বিশালগড় গৌতম নগর এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও ভাগ নেন….অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের পক্ষ থেকে শনিবার আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন আই এম এ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের….এই রক্তদান শিবিরের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক….শনিবার বিশালগড় ২ নং গৌতম নগর বাইপাস সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি… সিপাহীজলা জেলার উত্তর অংশের বি জে পি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য বি জে পি কার্যকর্তারা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন….মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে…সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বি জে পি-র পক্ষ থেকে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত ব্যাপক কর্মসূচী পালন করা হবে…এই 15 দিনকে দলের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে সেবাপক্ষ …এই 15 দিন দলের পক্ষ থেকে প্রত্যেক রাজ্য শাখা সেবাপরায়নতার নতুন দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্যে কাজ করে যাবে… যার মধ্যে রয়েছে বিভিন্ন স্বাস্থ্য শিবির ,বৃক্ষরোপণ , ইত্যাদি…

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service