জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকারের জলসম্পদ দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিংশেখাওয়াতকে ত্রিপুরায় জল জীবন মিশন প্রকল্পের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যকে প্রাপ্য অনুদান হিসাবে ১৬৬ কোটি টাকা প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী আরও বলেন,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় ২০২২-২৩ সালে ত্রিপুরা সরকারের পানীয় জলওস্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার গ্রামীণ এলাকায় বসবাসকারী সাড়ে সাত লক্ষ নাগরিকের বাড়ীতে নলের মাধ্যমে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর।কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে ধারাবাহিক ভাবে আর্থিক সাহায্য করে চলেছে। আমি এর জন্য আবারও একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী, কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
রাজ্য
জল জীবন মিশন প্রকল্পে ১৬৬ কোটি টাকা পেয়েছে রাজ্য জানিয়েছেন:মন্ত্রী সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-09-16
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this