2024-12-19
agartala,tripura
রাজ্য

সরকারি-বেসরকারি পাঁচটি ডিগ্রী কলেজ হচ্ছে রাজ্যে : শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারি বেসরকারি মিলে আরো পাঁচটি নতুন ডিগ্রী কলেজ হচ্ছে। দুটি কলেজ হচ্ছে বেসরকারি ভাবে , বাকি তিনটি কলেজ সরাসরি সরকারিভাবে খোলা হচ্ছে। তারমধ্যে পশ্চিমবঙ্গের আনন্দ নগর ওয়েলফেয়ার সোসাইটি উদয়পুরের কাকড়াবনে একটি সাধারণ ডিগ্রী কলেজ ও জিরানিয়ায় একটি ল ডিগ্রী কলেজ খুলছে। যেখানে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স বি এ এল এল বি,- বি,কম এলএলবি এবংতিন বছরের এলএলবি কোর্স করা যাবে।প্রতিটি বিভাগে আসন সংখ্যা 60 টি। শুক্রবার মহাকরণের সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন শিক্ষা মন্ত্রী আরও জানান, সরকারি উদ্যোগে একটি ইংলিশ মিডিয়াম ডিগ্রীকলেজ সহ আরও দুটি বাংলা মিডিয়াম কলেজ খোলা হবে। তারমধ্যে প্রাথমিকভাবে চলতি শিক্ষাবর্ষে আগরতলা ডায়েট কলেজে শুরু হবে 50 আসনবিশিষ্ট ইংরেজি মাধ্যম কলেজের পঠন পাঠন। পুরাতন আগরতলা ও পানিসাগরে শুরু হবে সাধারণ ডিগ্রী কলেজের পঠন পাঠন। সেগুলিতে আসন সংখ্যা থাকবে একশটি করে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service