2024-12-20
agartala,tripura
রাজ্য

শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধে বসেছে চেলিখলা বিদ্যালয়ের ছাত্রী ছাত্রীরা বিপাকে যাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। ঘটনা বিশালগড় বক্সনগর সড়কে। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেছে চেলিখলা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা।তাদের দাবি এই স্কুলে মোট পাঁচজন শিক্ষক রয়েছেন, তার মধ্যে স্কুলের শিক্ষক অসীম ঘোষকে অন্য স্কুলে বদলি করার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ বিপাকে পড়ে গেছে । ছাত্র-ছাত্রীদের দাবি চেলিখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অসীম ঘোষের ট্রানস্ফার অডার রোধ করতে হবে। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ সহ টিএস আর বাহিনী। পথ অবরোধের ফলে দু’পাশে আটকে পড়েছে অনেক গাড়ি । ছাত্রছাত্রীরা সাফ জানিয়ে দিয়েছে প্রতিশ্রুতি না পেলে করবে না অবরোধ প্রত্যাহার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service