জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম ছাত্র-যুবদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার সার্কিট হাউস চত্বর।কর্মী সমর্থকরা মোট তিনটি ব্যারিকেড ভাঙার পর চলে পুলিশের জল কামান কাঁদানে গ্যাস। সেখান থেকে প্রতিবাদী সভা করে সরকার উচ্ছেদের ডাক দেন বাম ছাত্র-যুব নেতৃত্ব। শিক্ষা চাই ,কাজ চাই ,সন্ত্রাস মুক্ত রাজ্য চাই। এই তিন স্লোগানকে সামনে রেখে মহাকরণ অভিযানের ডাক দেয় বামপন্থী চার ছাত্র-যুব সংগঠন এস এফ আই,ডি ওয়াই এফ আই ,টিএস ইউ এবং টি ওয়াই এফ আই আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে “মহাকরণ চলো অভিযান ” শুরু হলেও সার্কিট হাউসের সামনে পুলিশ আটকে দেয় মিছিল। ফাটে কাঁদানে গ্যাসের সেল ও জলকামান। মোট ৩ টি পুলিশি ব্যারিকেড ভেঙে দেয় বাম ছাত্র যুবদের মিছিল। মুহূর্তে উত্তেজিত হয়ে উঠে এলাকা। গান্ধী মূর্তির পাদদেশে সভা করে বক্তৃতা দিতে থাকেন বাম ছাত্র যুব নেতৃত্ব।ডিওয়াইএফ ওয়াই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ভাষণে সরকার পরিবর্তন করে নুতন ইতিহাস গড়ার ডাক দেন। তার মতে বর্তমান সরকার রাজ্যের মানুষকে ক্ষমতায় আসার আগে গালভরা প্রতিশ্রুতি দিলেও পূরণ করেনি একটিও। এই আন্দোলনে অংশ নিয়ে এক বাম কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। কি কি দাবির ভিত্তিতে ছিল বাম ছাত্র যুবদের এই আন্দোলন ? তা তুলে ধরেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব। প্রায় একই দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বামপন্থী ছাত্র যুবদের আন্দোলন কর্মসূচি।
রাজ্য
বামপন্থীদের আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর সার্কিট হাউজ চত্বর সমস্যায় পথচলতি মানুষ
- by janatar kalam
- 2022-09-15
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this