2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছে টিআরটিসি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছে টিআরটিসি।
দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ৩টি রুটে ৩টি টিআরটিসি বাস বিনামূল্যে যাত্রী পরিষেবা দেবে। আগরতলা রেল স্টেশন থেকে বিমানবন্দর- সেকেরকোট আমতলী থেকে টিআরটিসি এবং বটতলা থেকে রানীরবাজার রুটে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত যাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেবে টিআরটিসি।
ঘোষণা করলেন টিআরটিসি চেয়ারম্যান অভিজিৎ দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service