জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য প্রথম সরকারি উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছে পূর্ত দপ্তর। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা স্টেট সেন্টার এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে ৫৫তম ইঞ্জিনিয়ার্স ডে পালনের অঙ্গ হিসেবে গোর্খাবস্তিস্থিত তাদের অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের
মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার ইঞ্জিনিয়ারদের উদ্যোগে আপ্লুত হয়ে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন , সমাজের উন্নয়নের পাশাপাশি আজকাল মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসছে ইঞ্জিনিয়াররা। তাদের এই উদ্যোগকে শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবেনা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান রেখেছেন মেয়র।
রাজ্য
রাজ্য প্রথম সরকারি উদ্যোগে রক্ত দানের ভূয়শী প্রশংসা করলেন দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-09-15
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this