জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উন্নয়নের প্রধান কারিগর হল ইঞ্জিনিয়াররা।সারাদেশ , বিশ্ব তথা রাজ্যের উন্নয়নে প্রধান হাতিয়ার ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বললেন রাজ্যেরপানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। 55 তম ইন্জিনিয়ার্স ডে উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে থেকে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এদিন সকালে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরি এখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য উন্নয়নের প্রধান ভূমিকা ইঞ্জিনিয়াররাই যে গ্রহণ করে থাকে , তার বিস্তৃত ব্যাখ্যা করেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন। বলেন সারা দেশেই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়ে থাকে। ত্রিপুরার ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এই দিনে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে। তার জন্য মন্ত্রী সমস্ত ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ইন্জিনিয়ার্স ডে মুখ্যত ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায় এর জন্মদিন টিকেই পালন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার চিনময় দেবনাথ সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা।
রাজ্য
রাজ্যের উন্নয়নে প্রধান হাতিয়ার ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে:সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-09-15
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this