2024-12-16
agartala,tripura
রাজ্য

বরদাস্ত করা হবে না চাঁদার জুলুম : মানিক কার্নিভাল হবে আগরতলায় : সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- পুজোর চাঁদা নিয়ে বরদাস্থ করা হবে না জুলুমবাজি। এমনকি চাঁদা না দিতে পারলে পুজোর পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া যাবে না। অভিযোগ পেলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।সাফ জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয়েছে এক মত বিনিময় সভা | উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তা , প্রতিনিধি, আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর, নগরোন্নয়ন দপ্তর, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা সমস্ত ক্লাবের প্রতি আবেদন রেখেছেন, কোন কারণে যাতে চাঁদার জুলুম করা না হয়। বৈঠকে রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান , এবার সমস্ত ক্লাবের মূর্তি একত্রিত করে দশমী উৎসব করা হবে। সমস্ত ক্লাবকে দশমীর জন্য একই স্থানে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। চেষ্টা চলছে ভালো শিল্পী কিংবা চিত্রাভিনেতা আনার জন্য। যাতে করে সুন্দর কার্নিভাল করা যায়। এ দিনের বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন , শহরের কোন রাস্তাঘাটে যাতে দর্শনার্থীদের যাতায়াত করতে অসুবিধায় পড়তে না হয় , তার জন্য এখন থেকে বড় নিগমকে সহায়তা করতে হবে ক্লাব কর্তৃপক্ষ গুলি। কোন কোন রাস্তা সারাই এর প্রয়োজন আছে সেগুলির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে পুর নিগম থেকে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল , রাজ্য পুলিশের আইজি. বিদ্যুৎ দপ্তরের সচিব, পুলিশ মহানির্দেশক সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক গন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service