রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের প্রিন্সিপালদের নিয়ে রাজধানীর শিক্ষা ভবনে এক বৈঠকে মিলিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ . এদিনের বৈঠকে রাজধানীর ১৫ টি বেসরকারি বিদ্যালয় অংশগ্রহণ করে , আলোচনা হয় বিদ্যালয়গুলির ফি নিয়ে, বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ফি যেন এবছর না বাড়ায় যথাসম্ভব গত বছরের ফি যেটা ছিল সেটা থেকে যেন কিছুটা কমানো হয় তার অনুরোধ রাখেন বলে জানান , এবং ফি সংক্রান্ত বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মিটিং করে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে অবগত করার জন্য বললেন শিক্ষামন্ত্রী .
janatar kalam Blog রাজ্য বিদ্যালয়ের ফী না বাড়িয়ে গত বছর যেটা ছিল সেটা থেকে কিছুটা কমানো হউক : শিক্ষামন্ত্রী
Leave feedback about this