জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লামডিং থেকে আগরতলা পর্যন্ত ডবল লেন করা , দূরপাল্লার যাত্রী ট্রেন বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ড : মানিক সাহা। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর পূর্ব রেলওয়ের জিএম অংশুল গুপ্তার সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন স্টেশনের আধুনিকীকরণ , যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দ প্রসঙ্গে কথা বলেন সীমান্ত রেলের প্রধানের সঙ্গে। পাশাপাশি রেল হকারদের পরিচয়পত্র প্রদানের দাবি জানায়। সীমান্ত রেল প্রধান দিন খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এদিকে আগরতলা আখাউড়া রেল লাইনের কাজ খুব দ্রুত শেষ করার জন্য দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিন আরও জানান , রাজ্যের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে রাজ্যবাসী খুব শীঘ্রই খুব সুসংবাদ পেতে চলেছে। সেটা সময়ই জানতে পারবে সবাই।
রাজ্য
শেষের পথে আগরতলা আখাউড়া রেলপথ ডবল লেন হবে লামডিং আগরতলা রেলপথ জানালেন মুখ্যমন্ত্রী ডা: সাহা
- by janatar kalam
- 2022-09-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this