2024-12-20
agartala,tripura
রাজ্য

স্যন্দন পত্রিকা ৯ম শারদ সম্মান

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- ধারাবাহিকতা বজায় রেখে এবারও স্যন্দন পত্রিকা আয়োজন করতে চলেছে তাদের ৯ম তম শারদ সম্মান। শহর আগরতলা ও তার আশপাশের পুজো গুলিকে নিয়ে আয়োজিত হবে এই শারদ সম্মান প্রতিযোগিতা। সেরার সেরা পুজো বাদ দিয়েও আরও বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শকুন্তলা রোডের স্যন্দন অফিস থেকে ফ্রম সংগ্রহ করতে হবে পুজো উদ্যোক্তাদের। ১৪ ই অক্টোবর আগরতলার নজরুল কলাক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদান করা হবে পুরুস্কার । আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান স্যন্দন শারদ সম্মান 2022 -এর যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সরযূ চক্রবর্তী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service