2024-12-15
agartala,tripura
রাজ্য

শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে রবিবার জানিয়েছেন পরীক্ষা নিয়ামক প্রত্যুষ রঞ্জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবম ও দশম শ্রেণীর শিক্ষক যারা হবেন তাদের নির্বাচনী পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।পশ্চিম জেলার 32 টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসছেন 10 হাজার 995 জন প্রার্থী। এরা পরীক্ষা দেবেন 230 টি শূন্য পদের জন্য।রবিবার দুপুর 12 টায় পরীক্ষা শুরু হবে। সকাল দশটায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সঙ্গে থাকতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর ফটো আই কার্ড। এডমিট কার্ড এবং কালো বল পয়েন্ট কলম। শনিবার সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন টি আর বি টি-র পরীক্ষা নিয়ামক ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service