2024-12-18
agartala,tripura
রাজ্য

স্বাস্থ্যের উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর সরকার। রাজধানী আগরতলার জিবি হাসপাতালের পাশাপাশি মহাকুমা ও গ্রামে গঞ্জের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার অন্যতম হল আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার। শনিবার উদয়পুরের জামজুড়ি এলাকায় আয়ুষ্মান ভারত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করে কথাগুলো বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গ্রামের বাড়ি জামজুড়ি এলাকায় , এখানে ওয়েলনেস সেন্টার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা বলেন, উদয়পুর জামজুড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল আজ। তাতে করে উপকৃত হবেন এলাকার আপামর জনগণ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রামে সেন্টারের উদ্বোধন করতে পেরে আমি খুবই আপ্লুত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বপ্নপূরণে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছে বর্তমান মুখ্যমন্ত্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service