2024-12-18
agartala,tripura
রাজ্য

বি জে পি অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি থানায়

জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- গভীর রাতে বিশালগড় থানার করইমুড়া বাজারে বি জে পি-র কার্যালয় ভাঙচুর করে দুষ্কৃতকারীরা। কার্যালয়ে থাকা বিভিন্ন জিনিস ভেঙ্গে গুড়িয়ে দেয়।পরবর্তী সময়ে শুক্রবার সকালে স্থানীয়রা অফিস ভাঙচুরের দৃশ্য দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় বি জে পি মন্ডলের কার্যকর্তাদের। নেতৃবৃন্দ ছুটে গিয়ে এসব দৃশ্য দেখে এসে বিশালগড় থানায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান নেতৃবৃন্দ।স্থানীয় জনৈক নেতা সাংবাদিকদের এ সংবাদ জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service