2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এম বি বি কলেজকে নিয়ে শিক্ষা হাব করতে চায় রাজ্য সরকার তার জন্য প্রজেক্ট আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডা; মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এম বি বি কলেজকে আর্ট অফ এক্সেলেন্স করতে চায় রাজ্য সরকার। তার জন্য কমিটি গঠন করে প্রজেক্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। মহারাজা বীর বিক্রম কলেজকে দেশের সেরা কলেজ গুলির মত করতে চাইছে রাজ্য সরকার। তার জন্য সরকারি সহায়তায়র কোনও ঘাটতি থাকবে না। শুক্রবার এমবিবি কলেজের প্লাটিনাম জুবিলীর বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা কলেজের প্রিন্সিপাল ও শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই কলেজকে দেশের সেরার সেরা শিরোপা দিতে চায় রাজ্য সরকার , তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে সরকারের কাছে প্রজেক্ট জমা দেওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন , এই কলেজের বহু ছাত্র-ছাত্রী দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। সুতরাং কলেজের উন্নতিকল্পে সরকার ও আন্তরিক ভূমিকা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,এমবিবি ইউনিভার্সিটি , এম বি বি কলেজ এবং তার আশপাশের পরিবেশকে নিয়ে এখানে একটি শিক্ষা হাব গঠন করা যায় ,যাতে করে সারা বিশ্বের কাছে একটা খ্যাতি অর্জন করা যায়। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পর, ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে ,কেন এখন আর বহির রাজ্যে নামিদামি ইউনিভার্সিটির কথা চিন্তা করবে ছাত্রছাত্রীরা। রাজ্য সরকার চাইছে এই কলেজকে কেন্দ্র করে শিক্ষা হাব গড়ে তুলতে।তার জন্য শিক্ষার গুণগত মানের উন্নয়ন করতে হবে | মুখ্যমন্ত্রী এমবিবি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন ,আমরা চাই আগামী দিনে এই কলেজের ছাত্র-ছাত্রীরা সারা দেশ তথা বিশ্বের মানুষের জন্য কাজ করুক।তবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এমবিবি কলেজের নাম।এদিন ছাত্র-ছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রী আবেদন রেখে বলেন ,কলেজ ইউনিভার্সিটি’তে রেগিং বন্ধ করতে হবে। এখন আর পুরনো জমানা নেই। রেগিং বদ্ধ করে নিজেদের মধ্যে শিষ্টাচার গড়ে তুলতে হবে। বড়রা যেমন ছোটদের স্নেহ প্রীতি ভালোবাসা দিতে হবে , তেমনি ছোটরা ও বড়দের সম্মান করতে হবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , এমবিবি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সত্য দেও পোদ্দার , শিক্ষা সচিব শরদিন্দু চৌধুরী , উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার এন সি শর্মা এবং এমবিবি কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ড: আশিস মিত্র প্রমূখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service