2024-12-16
agartala,tripura
রাজ্য

পুলিশ আমাদের মাথায় গুলি করো , না হলে ধরপাকর বন্ধ কর স্লোগানে উত্তাল রাজধানী গ্রেপ্তার জে আর বি টি পরীক্ষার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জে আর বি টি আমাদের চাকরি দাও , না হলে বিষ দাও , পুলিশ আমাদের মাথায় গুলি কর , না হলে ধরপাকর বন্ধ কর , স্লোগানে উত্তাল অফিস চত্বরে। গ্রেপ্তার পরীক্ষার্থীরা। 365 দিন অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্য সরকারের ঢাকঢোল পেটানো জে আর বি টি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়নি। ফলাফল প্রকাশের জন্য দফাওয়ারী আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে বেকার যুবক যুবতীরা। বেশ কয়েকবার ঘেরাও করা হয়েছে শিক্ষামন্ত্রীর বাড়ি। ঘেরাও করা হয়েছে জে আর বি টি অধিকর্তাকে। বরাবর পুলিশ লেলিয়ে দিয়ে বেকার যুবক যুবতীদের গ্রেপ্তার করে বীর বাহাদুরের পরিচয় দিয়েছে সরকার। বেশ কয়েক দফায় হয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সরকারের কার্যকলাপে পুলিশের সঙ্গে বাজে ব্যবহারে লিপ্ত হচ্ছে বেকাররা। আদালতের নির্দেশকে পর্যন্ত তোয়াক্কা করছে না সরকার। একের পর এক তারিখ দিয়ে হতাশ করছে বেকারদের। আন্দোলনে যেতে বাধ্য করেছে কর্মহীন বেকার যুবক-যুবতীদের | এই পরিস্থিতিতে শুক্রবার ফের আন্দোলনমুখী হয় বেকার যুবক যুবতীরা। পরিণতি একই পুলিশের সঙ্গে লিপ্ত হয়েছে ধস্তাধস্তিতে। শেষ পর্যন্ত গ্রেপ্তার করে পুলিশ বেকার যুবক-যুবতীদের নিয়ে যায় পুলিশ মাঠে।এভাবে কতদিন ধামাচাপা দিয়ে রাখবে বেকারদের। এবার বেকাররা মুখ খুলেছে, হয় আমাদের চাকরি দাও নয়তোবা বিষ দাও। পুলিশকে বলছে গুলি করে মাথায়। গ্রেপ্তারকৃত ছাত্র-ছাত্রীরা এদিন শিক্ষা দপ্তরের অপদার্থতার তথ্য তুলে ধরেন।বলেন, একের পর এক উর্দ্ধতন কর্তৃপক্ষের দোহাই দিচ্ছে শিক্ষা দপ্তর। আমাদের প্রশ্ন কে সেই উর্দ্ধতন কর্তৃপক্ষ।জবাব দিতে হবে শিক্ষা দপ্তরকেই।উল্লেখ্য রাজ্য সরকারের এই খামখেয়ালিপনায় যেকোনো মুহূর্তে রাজ্যে ঘটতে পারে বেকার বিস্ফোরণ গুঞ্জন চলছে সর্বত্র। এই মুহূর্তেই সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বেকার বঞ্চনা দূরীকরণে উদ্যোগী হতে হবে। নতুবা সমূহ বিপদ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service