2024-12-16
agartala,tripura
রাজ্য

স্বচ্ছতা হি সেবা কর্মসূচির বাস্তবায়নে কেন্দ্রীয় মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত ও গিরিরাজ সিং এর সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরীর ভিডিও কনফারেন্সে বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিচ্ছন্নতা সেবা আন্দোলনের পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন রাজ্য সরকারের ডি ডব্লিউ এস দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের মন্ত্রী গিরিরাজ সিং উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কল্যাণে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি চাইছেন, দেশকে নির্মল রাখতে। আমারা যদি আমাদের চারপাশের পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর করে তুলি তাহলে আমারা নিজেরাই নিজেদেরকে সেবা করবো। তাই স্বচ্ছতার অপর নাম হল সেবা। স্বচ্ছতা হি সেবা অভিযানের মাধ্যমে দেশের জনসাধারণের অংশগ্রহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর,২০২২ এর মধ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হবে। সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ভিডিও কনফারেন্স। কনফারেন্সে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী , সচিব ও উচ্চপদস্থ আধিকারিকেরা অংশগ্রহণ করেন। এদিনের কনফারেন্সে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক ও তত্বাবধায়ক বাস্তুকার রাজীব মজুমদার অংশগ্রহণ করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service