2024-11-25
agartala,tripura
রাজ্য

কুয়েতে মৃত্যু হল রহিমপুরের যুবক জসীমের মৃত ছেলেকে ফিরিয়ে আনার আর্জি মা-বাবার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুয়েত থেকে ছেলের মৃতদেহ বাড়িতে আনার জন্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছে সন্তান হারা মা বাবা। প্রশাসনিক স্তরে চলছে জোর তৎপরতা। কলমচৌড়া থানাধীন রহিমপুর ১ নং ওয়ার্ডের জামাল মিয়ার ২৭বছরের ছেলে মোহাম্মদ জসিম গত তিন বছর যাবত কর্মসূত্রে কুয়েতের ডায়না কোম্পানিতে কাজ করছে । গত এক মাস 16 দিন যাবত কোন যোগাযোগ হয় না বলে পরিবার সূত্রে জানা যায়।বৃহস্পতিবার কলমচৌড়া থানা থেকে রহিমপুর এলাকার মোহাম্মদ জসিমের বাবা জামাল মিয়াকে খবর দেওয়া হয় কলমচৌড়া থানায় যাওয়ার জন্য।পরে কলমচৌড়া থানায় গিয়ে শুনতে পান জামালের মিয়ার ছেলে মোহাম্মদ জসিমের মৃত্যু হয়েছে কুয়েতে। কুয়েত থেকে মাহমুদ জসিমের ডেথ সার্টিফিকেট কলমচৌড়া থানায় পাঠানো হয়েছে। এই কথা শুনে ছেলের বাবা জামাল মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন কিন্তু এখনো পর্যন্ত তারা জানতে পারেনি তাঁদের ছেলে মোহাম্মদ জসিম কি কারনে মারা গেছেন। সূত্রের খবর যান দুর্ঘটনায়মৃত্যু হয়েছে তার। এদিকে পরিবারের দাবি জসিমকে খুন করা হয়েছে। কুয়েত থেকে জসিমের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে পারছেন না তার পরিবারের লোকজন। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম পরিবারটিকে নিজাদ খুব দ্রুত বাড়িতে পৌঁছানো হবে বলে আশ্বাস দেন। বর্তমানে কুয়েতে মৃত জসিমের পরিবারের আরও দুইজন রয়েছে। তারাও মৃতদেহটির বাড়িতে পাঠানোর জন্য যোগাযোগ করেছে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service