2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বারোশ ৯০ দিনে ৪০০০ সিপিআইএম কর্মী রক্তাক্ত হয়েছে খুন হয়েছে ২৩ জন ৯০০ পার্টি অফিস দখল হয়েছে : নবারুণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির বারোশো ৯০ দিনের শাসনে ৪০০০সিপিআইএম কর্মী রক্তাক্ত হয়েছে , চারজন যুবনেতা সহ খুন হয়েছে ২৩ জন। প্রায় ৯০০পার্টি অফিসের জায়গা জবরদখল করে নেওয়া হয়েছে।তথ্য তুলে ধরলেন ডিওয়াইএফ রাজ্য সম্পাদক নবারুণ দেব। গত বছরের 8 সেপ্টেম্বর রাজধানী আগরতলা শহরে সিপিআইএম সদর দপ্তরসহ সদর জেলা কমিটির অফিস এবং তিনটি মিডিয়া হাউজ আক্রমণ সংঘটিত হয়েছিল। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল গাড়িতে। ঘটনাবলীর এক বছর পূর্তিতে কোন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযোগ ডিওয়াইএফআইয়ের। তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশক অফিসের সামনে সংগঠনের মুখপাত্র যুব সংগ্রামের বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। সেখানেই তুলে ধরা হয়েছে এক বছর আগের ঘটনা বলি। বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।
এদিন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন , যুব সংগ্রাম এর কপি তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির হাতে। এবার পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে , পুলিশ কি আইন মেনে কাজ করবে , নাকি কোন একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করবে। মুখপাত্র প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী রাজর্ষি পুরকায়স্থ পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা করেন। বলেন , আমরা পুলিশের কাছে আবেদন রাখবো পুলিশ যাতে সাংবিধানিক আইন মেনে তার দায়িত্ব পালন করে।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টি ওয়াই এফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, যুবনেতা সুমন দেব সহ যুব আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service