2024-12-19
agartala,tripura
রাজ্য

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পায়ের তলায় হারানো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে জাতীয় কংগ্রেসের বহু চর্চিত ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস ভবন থেকে যাত্রা শুরু করে পরিক্রমা করেছে শহরের বিভিন্ন পথ। ব্যাপক সাড়া পড়েছে কর্মী-সমর্থকদের মধ্যে। 1942 সালে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন করেছিল। সেই আন্দোলনের কথাকে মাথায় রেখে এবারের ভারত জোড়ো আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বলা হচ্ছে এই যাত্রার মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যমাত্রা রয়েছে কংগ্রেসের । দেশের 12 টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে 150 দিনে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পরিক্রমার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যাত্রা পথের বেশি অংশ রয়েছে কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানায়। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পায়ের তলায় হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়েই কংগ্রেসের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। গত মে মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত কংগ্রেসের চিন্তন শিবিরে এই ঘোষণা দিয়েছিল কংগ্রেস। বুধবার কন্যাকুমারিকায় সূচনা হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার। রাজধানী আগরতলা বৃহস্পতিবার কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার হাতে পতাকা তুলে দিয়ে যাত্রার সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিতা লাইফাং , কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন , কংগ্রেস নেতা আশিস সাহা , সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। যাত্রাটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service