জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎপৃষ্ট হয়ে আকস্মিক মৃত্যু ঘটেছে এক বৃদ্ধের। ঘটনার তীব্র শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। বয়স আনুমানিক ৮০ ঊর্ধ নাম ,রনেন্দ্র কুমার দে । বাড়ি বিলোনিয়ার কলেজ স্কয়ার বাজারে। সংবাদে প্রকাশ, বুধবার সকাল ৯ টায় বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে অসতর্কতা বসত রনেন্দ্র কুমার দের গায়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায় । ঘরে টিভির ফ্লাকে সমস্যা থাকায় তা সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধ।এই সময়ে বৃদ্ধের স্ত্রী ঠাকুর ঘরে পূজা দিচ্ছিল , ছেলে হোটেলে কাজে ব্যস্ত। পূজা সেরে স্ত্রী ঠাকুরের প্রসাদ নিয়ে স্বামীকে দেওয়ার জন্য ঘরে গেলে দেখতে পান স্বামী মাটিতে শুয়ে আছেন। তা দেখে স্ত্রী হতভম্ব হয়ে চিৎকার শুরু করেন , চিৎকার শুনে বাড়ির সামনে থাকা হোটেল থেকে ছেলে এবং বৌমা ছুটে আসে। ছেলেও একই দৃশ্য দেখতে পায়, বাবা মাটিতে শুয়ে আছে ,গায়ে বিদ্যুতের লাইন জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি বিদ্যুৎ লাইন সরিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেছে। এদিকে খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। পুলিশ ছুটে এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ বিলোনিয়া হাসপাতাল মর্গে রাখা আছে।
রাজ্য
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮০ বছরের বৃদ্ধের গভীর শোকের ছায়া পরিবার-পরিজনদের মধ্যে
- by janatar kalam
- 2022-09-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this