2024-12-18
agartala,tripura
রাজ্য

বাড়ির পাশের নর্দমায় প্রস্রাব করা নিয়ে এএমসি কর্মীকে মারধর বাড়ির মালিকের

জানা যায় মঙ্গলবার রাজধানীর ভাটি অভয়নগরের ১৩নং ওয়ার্ড এলাকায় নর্দমা সাফাইয়ের কাজ করছিলো এএমসির কর্মীরা , তখনই একটি বাড়ির পাশের নর্দমায় এক এএমসি কর্মীর নর্দমায় প্রস্রাব করা নিয়ে বিবাদ হয় বাড়ির মালিক ও ঐ কর্মীর সঙ্গে . পরে এ বিষয়ে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলার কণিকা পাল দাসকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জানান যদি ওই কর্মীর কোন প্রকার দোষ থাকে তাহলে তাকে পেনাল্টি করা হবে কিন্তু এএমসি পোশাকধারী কর্মীকে এভাবে মারধর করাটা অনুচিত বলে ব্যক্ত করলেন . পাশাপাশি এএমসি কর্মীদের ইচ্ছা অনুসারে রামনগর ফাঁড়িতে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবেন বলে জানান.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service