জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর মহকুমা শাসক অফিসের গুরুত্বপূর্ণ ফাইল সহ কাগজপত্র, সিল পাচারের সময় হাতেনাতে আটক কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায় গত কয়েকদিন যাবত উদয়পুর মহকুমা শাসক অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচার হচ্ছিল বলে খবর ছড়িয়ে পড়ে। কখনো রাতের আধারে, কখনো বা ভোররাতে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র গুলো পাচার হচ্ছিল। অবশেষে সোমবার সাত সকালে বিশাল পরিমাণ গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ইলেকশান কমিশনারের বিভিন্ন কাগজপত্র ফাইল মহকুমা শাসক অফিসের পেছনে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছিল কিছু লোক। এই ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা আটক করে তাদের। খবর দেওয়া হয় সংবাদ মাধ্যমের কর্মীদের। সংবাদ মাধ্যমের কর্মীরা সহ রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। গুরুত্বপূর্ণ নথিপত্র, ফাইল, ভোটার আই কার্ড সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেন। উল্লেখ্য সদ্য প্রাক্তন মহকুমা শাসকের স্বাক্ষর করা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ নথিপত্র এদিন পাওয়া গেছে আবর্জনা স্তুপে। এনিয়ে পুলিশও স্পষ্ট কিছু বলতে পারছেনা। তবে উদ্ধারকৃত সরকারি নথিপত্র গুলি আদৌ প্রয়োজনীয় কিনা সেটা বেরিয়ে আসবে সঠিক তদন্তের ফলেই । অনেকের ধারণা হয়তো অপ্রয়োজনীয় কাগজও হতে পারে।
রাজ্য
পাচারকালে উদ্ধার সরকারি নথি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুর মহকুমা সদরে |জোর তদন্ত চালিয়েছে পুলিশ
- by janatar kalam
- 2022-09-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this