জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দশমী ঘাটের বিসর্জন নিয়ে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করেছে আগরতলা পুর নিগমে। দর্শনার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে দশমিকের ঘাট এলাকার বিসর্জনের স্থানও জানিয়েছেন মেয়র।আসন্ন শারদীয়া দুর্গোৎসবেরপ্রতিমা নিরঞ্জনের বিষয়গুলি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমে। নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে দশমীর ঘাট এলাকার বিসর্জন স্থানের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরক্ষা দপ্তর , বিদ্যুৎ দপ্তর সহ নিগমের সমস্ত আধিকারিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন , দশমী ঘাট এলাকার পার্কটিকে সরিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে। এছাড়াও রাখা হয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। ছোটখাট দুর্ঘটনা রোধে সদা সতর্ক দৃষ্টি অবলম্বন করবে নিগম কর্মীরা। এদিন মেয়র দীপক মজুমদার আরও জানান , প্রতিমা নিরঞ্জন করতে এসে কেউ যাতে কোন সমস্যায় না পড়ে তার জন্য তাদেরকে সাহায্য করার ব্যবস্থা রাখা হয়েছে। মোট তিনটি শিফটে নিগমের কর্মীরা সেখানে নিয়োজিত থাকবে। বড় প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে ক্র্যাংয়ের ব্যবস্থা |বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য করপোরেটরা। ছিলেন মুখ্য কার্যকারী আধিকারিক ড: শৈলেশ কুমার যাদব ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন মেয়র এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দশমিকঘাট এলাকা পরিদর্শন করেন।
রাজ্য
শারদীয় দূর্গোৎসবের বিসর্জন নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিগম থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে জায়গা
- by janatar kalam
- 2022-09-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this