2024-11-16
agartala,tripura
রাজ্য

সাড়ে চার বছরে একটি গাড়িও কিনেনি টিআরটিসি পিছিয়েছে রেল আগরতলা-আখাউড়া সংযোগ: মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত সাড়ে চার বছরে একটি বাস গাড়িও কিনেনি টিআরটিসি। উন্নয়নের ঢাক পেটানো বাস্তবে রাজ্যের কোনো উন্নয়ন হয়নি বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে র। রাজ্যের সুন্দর পরিবেশ নষ্ট করেছে বিজিপি আইপিএফটি জোট সরকার। আগে মানুষ অনেক শান্তিতে বসবাস করছিল এই রাজ্যে। কিন্তু সেই শান্তির পরিবেশটা তাড়িয়ে দিয়ে একটা জঙ্গলে রাজত্ব কায়েম হচ্ছে এই রাজ্যে। খাদ্যের জন্য হাহাকার, কাজের জন্য হাহাকার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য শিশুসন্তান পর্যন্ত বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকার বলছে উন্নয়নের গতি চলছে দ্রুত বেগে। রবিবার সি আই টি ইউ ভবনে আয়োজিত ত্রিপুরা টিআরটিসি কর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মানিক দে। শ্রী দে আরও বলেন , বিশেষ করে টিআরটিসিকে পঙ্গু করে দিয়েছে এই সরকার। প্রাক্তন পরিবহণমন্ত্রী আগরতলা আখাউড়া রেল সংযোগ নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, 2017 সালে উড়াল রেল লাইনের জন্য পিলার উঠে গিয়েছিলো মাটির উপরে। আশ্চর্যের বিষয় গত পাঁচ বছরে এইটুকু কাজ শেষ করতে পারেনি সরকার। এমনিতে আবার মুখে উন্নয়নের ফিরিস্তি শোনাচ্ছে মানুষকে। এদিনের সম্মেলনে সি আই টি ইউ এর উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সমালোচনায় মেতে উঠেছে। বলেন বিরোধীদের মুখ বন্ধ করার জন্য উঠে-পড়ে লেগেছে শাসক গোষ্ঠী। প্রায় প্রতিদিন আক্রমণ হচ্ছে বিরোধীদের উপর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service