2024-11-16
agartala,tripura
রাজ্য

রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ১৬তম বার্ষিক রাজ্য সম্মেলন রবিবার পূর্ত দপ্তরের নেতাজি চৌমুনীস্থিত অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তর এবং ডি ডাব্লিউ এস দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সম্মেলনে জল জীবন মিশন এবং কোয়ালিটি কন্ট্রোল ইন কনস্ট্রাকশন শীর্ষক দুটি টেকনিক্যাল সেমিনার-এর আয়োজন করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে জল জীবন মিশনের অগ্রগতি সম্পর্কে দপ্তরের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের অধিকাংশ স্থানে শুদ্ধ পানিয় জল পৌঁছে গিয়েছে। সরকার জল জীবন মিশন নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিশুদ্ধ পানীয় জল ও সুলভ শৌচালয় রাজ্যের প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়ে গিয়েছে। আগামী দিনে ১০০% পরিবারের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে গুরুত্বারোপ করা হয়েছে সুলভ শৌচাগারের উপরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, পানীয় জল দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত কুমার মজুমদার , ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা শাখার চেয়ারম্যান শৈবাল নন্দী, সম্পাদক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service