2024-11-16
agartala,tripura
রাজ্য

যুব মোর্চার প্রতিটি কর্মী সমর্থকদের নিজেদের সঠিক দায়িত্ব এবং কর্তব্য পালনের আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পুরোদমে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। মন্ডলে মন্ডলে চলছে এখন দফায় দফায় পদাধিকারীদের নিয়ে বৈঠক। শনিবার রানীর বাজার গীতাঞ্জলি হলঘরে যুব মোর্চার মজলিসপুর মন্ডলের সমস্ত পদাধিকারী ও শক্তি কেন্দ্রের ইনচার্জদের নিয়ে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন জনকল্যাণে বর্তমান সরকারের তরফ থেকে গৃহীত জনহিত ও সমস্ত প্রকল্পের সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে যুব মোর্চার সকল পদাধিকারী ও কার্যকর্তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। তার জন্য তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে দেশের ১৩০ কোটি মানুষের সেবা করছেন। ফলে সমস্ত মানুষ এখন বিজেপি মুখি হচ্ছে। সমস্ত মানুষ মনে করছেন একমাত্র ভরসার দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বর্তমান সময়ের সাংগঠনিক ক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চার ভূমিকা অপরিসীম। নিজেদের সঠিক দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে যুব মোর্চার প্রতিটি কর্মী সমর্থককে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান রাখেন মন্ত্রী শ্রী চৌধুরী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service