জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আসন্ন শারদীয় উৎসব আগরতলা পৌরনিগম এলাকায় যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়, সেই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে শনিবার পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটররা। এছাড়াও ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন। আলোচনা হয় বিদ্যুৎ রাস্তাঘাট সহ আরো কিভাবে পুজোর দিনগুলিতে শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখা যায়, সে বিষয় নিয়ে। বৈঠক চলাকালীন সময়েই মেয়র দীপক মজুমদার জানান এ বছর পূজোর সময় নতুন আগরতলাকে দেখতে পাবেন শহরবাসী। পৌর নিগমের সব কয়টি ওয়ার্ড যাতে স্বচ্ছ ও সুন্দর রাখা যায় তার জন্য প্রতিটি শব্দ দেওয়া হবে ৬ লক্ষ টাকা করে অনুদান। তিনি আরো বলেন, বিগত দিন দেখা যেত ক্লাবগুলিকে পুজোর অনুমতি নিতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক কিছুতেই সরলীকরণ করা হবে। পূজোর অনুমতি নেওয়ার জন্য এবছর ফরম ফিলাপের সময় কোন অর্থ জমা দিতে হবে না। সম্পূর্ণ বিনা খরচেই পূজোর অনুমতি নিতে পারবে ক্লাবগুলি।
রাজ্য
আগরতলা পৌর নিগমের পুজো প্রস্তুতি বৈঠক
- by janatar kalam
- 2022-09-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this