2024-12-20
agartala,tripura
রাজ্য

আবারো স্কুলে যাওয়ার সিদ্ধান্ত চাকুরীচুত্য শিক্ষকদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
দফায় দফায় আন্দোলনের মধ্যেই শুক্রবার শিক্ষা দপ্তরের অধিকর্তার ডাকে সাড়া দিয়ে ফের আরো একবার শিক্ষা ভবনে ছুটে গেলেন চাকুরীচুত্য শিক্ষকদের একাংশ। এদিন দপ্তরের অধিকর্তার সাথে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন চাকুরীচুত্যরা। তাদের একটাই বক্তব্য শীর্ষ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী যায়নি। তাই তাদেরকে নিয়োগ করতে হবে। নতুবা টারমিনেশন লেটার প্রদান করতে হবে তাদের। যদিও তাদের এই দাবি নিয়ে স্পষ্ট কোন বক্তব্য জানাতে পারেননি অধিকতা। জটিল এই সমস্যার সমাধানের জন্য চাকুরিচ্যুতদের কাছ থেকে আবারো সময় চাইলেন অধিকর্তা। পরে চাকুরিচ্যুতরা অধিকর্তাকে জানিয়ে দেন আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় তারা স্কুলে যেতে শুরু করবেন। স্কুলে যাবার ১৫ দিন পর পুনরায় দারস্থ হবেন শিক্ষা অধিকর্তার। এই সময়ের মধ্যে যদি সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বার্তা দিলেন এদিন চাকুরীচুত্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service