জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসপিওদের বেতন বৃদ্ধি, টি আই টি তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ ও দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এসপিওদের বেতন বৃদ্ধি করা হয়েছে প্রায় এক হাজার টাকা। বর্তমানে রাজ্যে কর্মরত এসপিওদের রয়েছে 6 হাজার156 টাকা | নতুন বেতন বৃদ্ধির ফলে তাদের বেতন হবে 7079 টাকা। অপরদিকে এসপিও ড্রাইভারদের নতুন বেতন হয়েছে 9 হাজার টাকা। মোট 266 জন ড্রাইভার এই নতুন বেতন পাবে। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে নড়সিংগড়স্থিত টি আই টি তে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হবে 6 জন। টি পি এস সির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অপরদিকে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের পড়াশোনা উৎসাহিত করতে রাজ্য সরকার এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করেছে। তাদের মধ্যে মাধ্যমিকে যারা প্রথম স্থান অধিকার করবে এরকম 5 জনকে 24হাজার টাকা এবং উচ্চমাধ্যমিকে পাঁচজনকে 54 হাজার টাকা করে দেওয়া হবে। মহাকরণে আয়োজিত এ দিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান , সামনের দিকে রাজ্যবাসীর জন্য আরও সুখবর নিয়ে আসছে সরকার। খুব শীঘ্রই তা জানতে পারবে রাজ্যের জনতা।
রাজ্য
বেতন বৃদ্ধি হলো এসপিওদের নিয়োগ হবে এসিস্ট্যান্ট প্রফেসর আর্থিক সাহায্য পাবে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা বললেন সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-09-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this