সেলুন কর্মীদের রাজ্য সম্মেলন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।
ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো আগরতলায় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে। এই রাজ্যভিত্তিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। দীর্ঘ আলোচনার শেষে সেলুন কর্মীদের বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আগামী দিন আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনের কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন রাজ্যের সেলুন কর্মীরা ভালো নেই। খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে তারা। এই পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার প্রশ্নে আলোচনাক্রমে পারিশ্রমিক বৃদ্ধি হওয়া দরকার। সেলুন কর্মীদেরও ইচ্ছে হয় তাদের ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করুক। কিন্তু ইচ্ছা চাইলেই তো হবে না, তার জন্য দরকার অর্থের।
Leave feedback about this