2024-12-19
agartala,tripura
রাজ্য

বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হলো এক তরুণ যুবকের মৃতদেহ

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হলো এক তরুণ যুবকের মৃতদেহ । জানা যায়, মৃত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস (২৪) বছর । পিতার নাম উত্তম বিশ্বাস । বাড়ি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায় । ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ বাবুরা । এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । ঘটনা আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টা ৪০ মিনিট নাগাদ । ঘটনার বিবরণে প্রকাশ, কল্যাণপুর থানাধীন উত্তর কমল নগরের স্থানীয় নিবাসী জনৈক উত্তম বিশ্বাসের ছেলে অভিজিৎ বিশ্বাস (২৪) আজ থেকে বিগত ৮ মাস পূর্বে কোন এক অঞ্জাত ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের দ্বারা মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নিজ মানসিক ক্ষমতার ভারসাম্য তথা জ্ঞান বোধ অনেকটাই হাড়িয়ে ফেলেছিল । আর পূর্বের এই হাতাহাতির ঘটনার পর থেকেই অনেকটা উদাসীনতার মতোই জীবন যাপন করলেও বাড়ির আশ পাশেই চলাফেরা করতো অভিজিৎ । কিন্তু প্রত্যেক দিনের মতোই আজ মঙ্গলবারেও বাড়ির পার্শ্ববর্তী পুকুরাঞ্চল এলাকায় চলাচল করার সময় হঠাৎ কোন এক সময় পরিবারের সকলের অলক্ষ্যে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ভরা পুকুরের জলে পরে তলিয়ে যায় সে । দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ যখন অভিজিৎ’কে বাড়িতে দেখা যাচ্ছে না ঠিক তখনই অভিজিত’কে শুরু হয় খোঁজাখুঁজি ও দৌড়ঝাঁপ । পরবর্তীতে অনেকটা সময় গড়িয়ে অবশেষে পড়ন্ত বিকাল আনুমানিক ৪ টা নাগাদ স্থানীয় এক ব্যক্তি আচমকাই প্রত্যক্ষ করে একটি পুকুরে অভিজিৎ’র ভাসমান মূতদেহ । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের ও কল্যাণপুর থানার পুলিশ বাবুদের । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ বাবুরা । পরবর্তীতে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । তবে ময়না তদন্তের পরেই মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে । তবে হঠাৎ অভিজিতের আকস্মিক মৃত্যুর খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । তবে এই মৃত্যুর ঘটনাটা কী আদৌও স্বাভাবিক না অ-স্বাভাবিক — সঠিক রহস্য উন্মোচনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে । তবে এই দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তরুণ যুবক অভিজিত পিতা মাতা ছাড়াও স্ত্রী সহ একটি ফুটফুটে কন্যা সন্তান রেখে গেছেন ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service