জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- রাজ্যে নতুন করে আরও ৩৬ টি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে, বর্তমানে ৮৬ টি স্কুলে চালু রয়েছে।চব্বিশটি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে নবম ও দশম শ্রেণীতে। সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মাতৃভাষা বিকাশে আন্তরিক রাজ্য সরকার। সেই দিকে লক্ষ রেখে ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার চাকমা ভাষা ও উন্নয়ন কমিটির বৈঠকে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বলেন রাজ্যে নতুন করে ৩৬ টি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে প্রথম শ্রেণী থেকে। ২৪ টি স্কুলে নবম ও দশম শ্রেণীর সিলেবাসে ঢোকানো হবে চাকমা ভাষা। শিক্ষা মন্ত্রী আরও বলেন , চাকমা ককবরক ভাষা সহ আটটি ভাষার উন্নয়নে রাজ্য সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তার জন্য গঠন করা হয়েছে আলাদা আলাদা কমিটি। যাতে করে সংখ্যালঘু ও উপজাতি অংশের মানুষ তার কৃষ্টি-সংস্কৃতিকে ধরে রাখতে পারে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে মাতৃভাষার বিকাশ। সেই লক্ষ্যে রাজ্য সরকার গুরুত্বসহকারে সমস্ত জাতিগোষ্ঠীর ভাষাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। চাকমা ভাষা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমূখ।
রাজ্য
রাজ্যে নতুন করে আরও ৩৬ টি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে : শিক্ষামন্ত্রী
- by janatar kalam
- 2022-08-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this