2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বামেদের ২৫ বছরে জনজাতিদের ওপর আক্রমন নামিয়ে আনা হয়েছিল তাদের অত্যাচার ও শোষণ করা হত: নাড্ডা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের জনজাতিদের শক্তি ও গৌরবকে চিনতে পেরেছে। জনজাতি অংশের সাধারণ ১ মহিলাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে এই অংশের মানুষকে সম্মান দিয়েছেন। খামলুংয়ের জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর ৫-৬ মাসের মধ্যেই ২৩-এর বিধানসভার মহারণ । তার আগেই হবে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন । এরই মধ্যে সোমবার এডিসির সদর দপ্তর খুমলুংয়ে জনসভা করে দলীয় তরফে ভোটের ডঙ্কা বাজালেন বিজেপির সৰ্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। তার ভাষণের পড়তে পড়তে ছিল জনজাতিদের মন জয় করার আবেদন। ভাষণে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের জনজাতিদের শক্তি ও গৌরবকে চিনতে পেরেছেন । স্বাধীনতার অমৃতকালে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির আসনে বসিয়েছেন জনজাতি সম্প্রদায়ের এক অতি সাধারণ মহিলাকে।কেন্দ্রীয় মন্ত্রিসভায় জনজাতিদের স্থান দেওয়াই হউক বা জনজাতি গৌরব দিবস চালু করা , তার আগে তাদের কথা কেউই ভাবেননি। নাড্ডার ভাষণের নিশানায় ছিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম। বলেন বামেদের ২৫ বছরে ত্রিপুরার জনজাতিদের ওপর আক্রমন নামিয়ে আনা হয়েছিল। তাদের অত্যাচার ও শোষণ করা হতো। বিজেপির নেতৃত্বাধীন বিপ্লব ও মানিকের শাসনে তা বন্ধ হয়েছে। গোটা দেশে ট্রাইবেল স্টুডেন্ট এক্সপেন্ডিচার ,স্কলারশিপ ,একলব্য বিদ্যালয় গুলির ক্ষেত্রে বরাদ্ধ ইউ.পি.এ সরকারের তুলনায় এন.ডি.এ সরকারের জমানায় কতটা বাড়ানো হয়েছে ?তার হিসেব তুলে ধরে ২ সরকারের তফাৎ উপস্থিত জনতাকে বোঝাতে চেষ্টা করেন জে.পি নাড্ডা ।এডিসির ক্ষমতায় বর্তমানে রয়েছে তিপ্রা মাথা। এই অবস্থায় নাড্ডার খামলুংয়ের জনসভা থেকে বিজেপি কতটা সুফল তুলতে পারে তা বুঝা যাবে আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচনেই।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service